বেনাপোলে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৩ মে ২০২২
অস্ত্রসহ বিজিবির হাতে আটক বাবা-ছেলে

যশোরের বেনাপোলে পিস্তল ও গুলিসহ বাবা-ছেলেকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

অভিযান চালিয়ে সোমবার (২৩ মে) ভোরে পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের বাসিন্দা শাহা জামাল কালু (৫২) ও তার ছেলে সোহেল রানা (৩০)।

যশোর ৪৯-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদে ভিত্তিতে বিজিবির একটি টিম শাহা জামাল কালু বাড়ি ঘেরাও করে রাখে। পরে অভিযান চালিয়ে বাড়ি থেকে পাঁচটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় কালু ও তার ছেলেকে আটক করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।