রামুতে মঞ্জুর হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৪ মে ২০২২
র‌্যাবের হাতে গ্রেফতার হত্যা মামলার আসামিরা

কক্সবাজারের রামুতে চাঞ্চল্যকর মঞ্জুর হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাবের সদস্যরা।

সোমবার (২৩ মে) রাতে রামুর কাউয়ারখোপ ও টাইম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের রামুর মোক্তারঘোনা রাজঘাট এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে সামছুল আলম (৪০) ও একই এলাকার মৃত জালাল আহাম্মেদ সিকদারের ছেলে আলাউদ্দিন সিকদার (৬০)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাহ উদ্দিন বলেন, ২০১৬ সালের ২৭ মে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রামুর মঞ্জুর নামে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা করেন। থানা পুলিশের তদন্তে ঘটনার সত্যতা যাচাইয়ের পর এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপন করেন।

বিল্লাহ উদ্দিন আরও বলেন, তারা এলাকায় আসার খবরে র‌্যাব-১৫ এর একটি দল সোমবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত রামুর কাউয়ারখোপ ও টাইম বাজার এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।