ধানের চিটা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০৮ পিএম, ২৪ মে ২০২২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া রাফিউল ইসলাম

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাফিউল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিউল ওই এলাকার সালাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত রাফিউল পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে ফ্যানের মাধ্যমে ধানের চিটা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তারের লিকেজ থেকে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীকালে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান সোনা জাগো নিউজকে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, বিকেলে ঘটনাটি শুনেছি। মূলত বিদ্যুতায়িত হয়ে ওই যুবক মৃত্যুবরণ করেছেন।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।