প্রধানমন্ত্রীর নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিজের টাকায় ছয় শতাংশ জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে এমপি এইচ এম ইব্রাহিম নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চাটখিল উপজেলায় আওয়ামী লীগের নিজস্ব কোনো কার্যালয় নেই। আওয়ামী লীগের সভাপতির নামে ৭০ লাখ টাকায় কেনা জায়গায় উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের জন্য নান্দনিক নিজস্ব কার্যালয় নির্মাণ করা হবে। অচিরেই সেই কাজ শুরু হবে।’
চাটখিল সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্র জানায়, নাল (সমতল) শ্রেণির ৬ শতাংশের ওই জমি চাটখিল পৌরসভার সুন্দরপুর মৌজার ৩৯৬১ দাগে অবস্থিত। এর মালিক ছিলেন স্থানীয় নুরজাহান বেগম। তার কাছ থেকে জমিটি কিনেছেন এমপি এইচ এম ইব্রাহিম। বুধবার (২৫ মে) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামে সাব-কবলা রেজিস্ট্রি করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস