নোয়াখালীতে ৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৭ মে ২০২২
র‌্যাবের হাতে আটক মো. আলা উদ্দিন

নোয়াখালীর বেগমগঞ্জে সাত মামলার পলাতক আসামি মো. আলা উদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আলা উদ্দিন বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি আলা উদ্দিন পাঁচটি মাদকসহ সাত মামলার পলাতক আসামি। গ্রেফতারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মাদক কারবারি আলা উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।