বসতঘরে মিললো কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

নেত্রকোনার বারহাট্টায় বসতঘর থেকে কলেজছাত্রী সোনিয়া আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার পাগলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোনিয়া ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে। তিনি মোহনগঞ্জ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন ধরে সোনিয়া আক্তারকে বাসাউড়া গ্রামের হারিছ মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে শাকিল তার ফেসবুকে সোনিয়ার কিছু গোপন ছবি পোস্ট দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি। সব শেষে বিভিন্ন কথাবার্তা লিখে সোনিয়াকে হুমকি দেয় শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেচে নেন সোনিয়া।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শাকিলের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
এইচ এম কামাল/আরএইচ/এএসএম