বেড়েছে সরবরাহ, হিলিতে কমেছে পেঁয়াজের দাম

ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে আসছে না পেঁয়াজ। এতে বেড়ে যায় দামও। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৫-৬ টাকা ও দেশীয় পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে সর্বশেষ ৩০ এপ্রিল ৬৮টি ট্রাকে ১ হাজার ৯০০ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। ঈদের ছুটি শেষে এখন পর্যন্ত বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, বন্দরের আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজ প্রকার ভেদে কেজি প্রতি ২০-২৬ টাকায় বিক্রয় হচ্ছে। আর দেশিয় পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৩০ টাকায়।
আব্দুর রহমান নামের এক ক্রেতা বলেন, ‘ঈদের আগে আমরা হিলি বাজার থেকে ভারতীয় পেঁয়াজ ১৪-১৬ টাকায় কিনেছি। গেলো একসপ্তাহ আগে হিলি বাজার থেকে ২৮ থেকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনি। এখন দাম কিছুটা কমে ২৩ থেকে ২৬ টাকা কেজিতে মিলছে পেঁয়াজ।’
বাজারের খুচরা বিক্রেতা শাকিল হোসেন বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে কখনো দাম বাড়ছে আবার কখনো কমছে। গত কয়েক দিনের তুলনায় দাম কিছুটা কমেছে। বাজারে পেঁয়াজ প্রকার ভেদে ২২-২৬ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৩০ টাকা কেজি।
মো.মাহাবুর রহমান/এসজে/এমএস