বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযুদ্ধকালীন নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (২৯ মে) সকালে সিরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনারে অংশ নেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
ইউএনও মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
জানাজায় অন্যদের মধ্যে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল আজিজ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু নাছেরসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
তার আগে শনিবার (২৮ মে) রাতে ঢাকার বাংলাবাজারে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে। এতে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীসহ মরহুমের সহপাঠীরা অংশ নেন।
এর আগে শনিবার বিকেলে ৪টায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রাজ্জাক বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশের প্রকাশনা জগতের অন্যতম ব্যবসায়ী। তিনি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচিত মহাসচিব এবং কলকন্ঠ প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস