আসামির কিল-ঘুষিতে আহত ২ পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৯ মে ২০২২
ফাইল ছবি

মেহেরপুরে আদালত প্রাঙ্গণে মাবুদ নামের এক আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

রোববার (২৯ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন আদালতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ।

আব্দুল মাবুদ গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে মাবুদ আদালতে হাজিরা দিতে যান। মামলায় বাদীপক্ষের কয়েকজন সাক্ষী সাক্ষ্য দিতে যান। তাদের উচ্চস্বরে হুমকি দেন মাবুদ। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য তাকে নিবৃত করার চেষ্টা করেন। এতে মাবুদ তাদের ওপর আক্রমণ করেন।

উপর্যুপরি কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা করেন মাসুদ। এতে পুলিশ সদস্য আজিম ও রেজাউল আহত হন। পরে তাকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাবুদের নামে মামলা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।