মেহেরপুরে মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০১ জুন ২০২২
দণ্ডপ্রাপ্ত ঝন্টু আহমেদ

মেহেরপুরে ঝন্টু আহমেদ নামের এক মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১ জুন) দুপুরে জেলা দয়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় দেন। এ মামলায় আরও চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ঝন্টু আহমেদ গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে। ২০১৮ সালে বিজিবির হাতে ফেনসিডিলসহ আটক হন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য জানান, ২০১৮ সালের ১ ডিসেম্বর গাংনী উপজেলার সীমান্তবর্তী পীরতলা দিয়ে ভারত থেকে ফেনসিডিল নিয়ে প্রবেশ করলে পীরতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঝন্টুকে আটক করেন। সে সময় তার কাছ থেকে ৫০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঝন্টুসহ পাঁচ জনকে আসামি করে গাংনী থানায় মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার দুপুরে আসামিদের এ দণ্ড দেন আদালত।

আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।