টাঙ্গাইলে শিক্ষককে পেটানোর ঘটনায় দুই বখাটে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০১ জুন ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষককে পেটানোর ঘটনায় দুই বখাটেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১ জুন) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ১ নম্বর পুনর্বাসন গ্রামের ফজলুল হকের ছেলে মো. স্বপন (১৮) ও আ. আলিমের ছেলে মো. সাগর (১৮)।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ মে) দুপুরে মাদরাসার মেয়েদের কমন রুমের কাছে টয়লেটের ওপর দিয়ে উঁকি মারছিলেন জাহিদ ও সাগর নামের দুই বখাটে। শিক্ষকরা বিষয়টি টের পেলে বখাটে দুজনের মধ্যে সাগর পালিয়ে যান। জাহিদকে ধরে অফিস কক্ষে নিয়ে যায় শিক্ষকরা। জাহিদকে কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে বলা হয়।

সোমবার (৩০ মে) দুপুরে ওই মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম ও মুন্নাফ টিফিনের সময় নামাজ পড়তে যাচ্ছিলেন। তারা পুনর্বাসনের মাঝামাঝি কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছালে জাহিদ, সাগর, শাহাদত, বাছেদ, স্বপনসহ ৮-১০ জন বখাটে শিক্ষক নজরুল ইসলামকে মারার জন্য পথ আটকান। একপর‍্যায়ে তারা রড ও স্টাম্প দিয়ে তার মাথায় ও হাতে আঘাত করেন। পরে এলাকাবাসী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় মঙ্গলবার (৩১ মে) ভূঞাপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক নজরুল ইসলাম। পরে অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।