লালমনিরহাটে বিএসএফের পিটুনিতে যুবক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৩ জুন ২০২২
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের পিটুনিতে সাইদুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবকে উদ্ধার করে গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাইদুল ইসলাম উত্তর চন্দ্রপুর গ্রামের জব্বার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, সকালে উত্তর চন্দ্রপুর এলাকার ধানক্ষেত দিয়ে সীমান্তের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক। তারা ভারতীয় চোরাকারবারির কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা নিতে গেলে বিএসএফের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। তার সহযোগীরা পালিয়ে গেলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে। একপর্যায়ে বিএসএফের সঙ্গে ধস্তাধস্তি হলে অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। সেখান থেকে গ্রামবাসীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, আহত যুবককে সীমান্ত থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা রংপুর নিয়ে গেছেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৈহিদুল ইসলাম বলেন, বিসএফের ধাওয়া খেয়ে পালিয়ে আসে এক যুবক। ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

রবিউল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।