নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেলো কিশোরীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৪ জুন ২০২২
প্রতীকী ছবি

নেত্রকোনা পৌরশহরে রেল কলোনী এলাকায় পুকুরে ডুবে সনজিতা রানী (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে জেলা সদরের পৌরশহরে সাতপাই রেললাইন সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সনজিতা রানী রেল কলোনীর বাসিন্দা সুধারঞ্জন সরকারের মেয়ে। সে মৃগী রোগী ছিল জানিয়েছে তার পরিবার।

স্থানীয়রা জানান, সনজিতা সকাল ৮টার দিকে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে মৃতের ছোটবোন তমা রানী কলোনীর পুকুরে বড় বোনকে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে বাবা সুধারঞ্জন পুকুর থেকে মেয়ের মরদেহ উদ্ধার করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচ এম কামাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।