মাভাবিপ্রবি বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. ধনেশ্বর চন্দ্র সরকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৫ জুন ২০২২
দায়িত্বভার গ্রহণ করছেন নতুন ডিন ড. ধনেশ্বর চন্দ্র সরকা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনেশ্বর চন্দ্র সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৫ জুন) বিজ্ঞান অনুষদে নবনিযুক্ত ডিন হিসেবে ড. ধনেশ্বর চন্দ্র সরকার দায়িত্ব গ্রহণ করেন। বিদায়ী ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

jagonews24

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক ও অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য ড. ধনেশ্বর চন্দ্র সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।