পুকুরে ডুবে প্রাণ গেলো তিন রোহিঙ্গা শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৬ জুন ২০২২

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে পৃথক দুর্ঘটনায় ওই শিশুরা মারা যায়।

সোমবার সকাল ৮টায় উপজেলার নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের ডি ব্লক সংলগ্ন তারকাঁটা বেষ্টনীর বাইরের পুকুর থেকে দুই রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। রোববার সন্ধ্যা থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিহতরা হলো- ডি ব্লকের শেড ৭১২/১ এর মোহাম্মদ সাকেরের ছেলে কামাল সাদেক (৭) ও ক্যাম্প-২৬ (শালবাগান) এর নুরুল বাশারের ছেলে ইয়াছির (৮)।

এদিকে, সোমবার দুপুর ১২টায় উপজেলার নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-ব্লক এলাকায় ছাগল চড়াতে গিয়ে সাইফুল (১৪) পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় আইপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। সেখানে দুপুর আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাইফুল একই ব্লকের ১০০৯/৪ নম্বর শেডের আইয়ুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তরিকুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে জানানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।