স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৭ জুন ২০২২
র‌্যাবের হাতে আটক দুজন

বান্দরবানের লামায় স্কুলছাত্রীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছেন র‍্যাবের সদস্যরা।

মঙ্গলবার (৭ জুন) সকালে চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- লামা উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের রুপসীপাড়ার বাসিন্দা মো. শাহ আলী (২৪) ও মো. আল আমিন (২২)।

র‍্যাব জানায়, ৪ জুন স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে র‍্যাব-১৫ এর নজরে আসে। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত দুজনকে চকরিয়া ডুলাহাজারা বাজার এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আটক দুজনকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে র‍্যাব।’

নয়ন চক্রবর্তী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।