ব্যবসায়ী হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৮ জুন ২০২২

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৮ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রেজাউল ইসলাম রেজা, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। এদের মধ্যে রেজাউল ইসলাম রেজাকে আমৃত্যু কারাদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয় হয়। লাল মিয়া ও রেজাউল ইসলাম পলাতক।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১০ সালের ১২ সেপ্টেম্বর টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের ব্যবসায়ী মনিরুজ্জামানকে তার ভায়েরা রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলো বেগমসহ অন্যান্যরা হত্যা করে। এরপর আসামিরা মনিরুজ্জামানের মরদেহ স্থানীয় মহেশখালী গ্রামের একটি খালে ফেলে দেন। এ ঘটনার পর মনিরুজ্জামানের বাবা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ (বুধবার) এ রায় ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।