নেত্রকোনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
‘নেত্রকোনা সাংবাদিক সমাজ’র ব্যানারে দৈনিক দেশ কণ্ঠস্বরের সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- জেলা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, চ্যানেল আইয়ের সাংবাদিক জাহিদ হাসান, যুগান্তরের প্রতিনিধি জেলা কামাল হোসাইন, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি সোহান আহম্মদ, এস এ টিভির প্রতিনিধি দেবল চন্দ্র দাস, বৈশাখী টিভির প্রতিনিধি সানাউল হক, এশিয়ান টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ভিত্তিহীন মামলাটি দ্রুত প্রত্যাহার করতে নিতে হয়ে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
গত ডিসেম্বর মাসে জমিলা খাতুন শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ও জন্ম তারিখ পরিবর্তন করে চাকরি করছেন মর্মে অভিযোগ করেন শফিউল নামে এক ব্যক্তি। বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে এশিয়ান টিভিসহ কয়েকটি গণমাধ্যম। পরে সংবাদ প্রচার করার দায়ে জমিলা খাতুন বাদী হয়ে জেলার তিনজন সাংবাদিকসহ মোট নয়জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মনি, ভয়েজ অব নেত্রকোনার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার ও বার্তা সম্পাদক চপল সরকার। বর্তমানে মামলাটি আদালতের আদেশে নেত্রকোনা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
এইচ এম কামাল/এমআরআর/জিকেএস