রোহিঙ্গা ক্যাম্পে নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ব্লকের হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। উখিয়া থানায় নিহতের স্ত্রী সমসিদার করা মামলাটিতে ১৫ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছে আরো ১৫/২০ জন।
ময়নাতদন্ত শেষে শুক্রবার (১০ জুন) আসরের নামাজের পর নিহত আজিম উদ্দিনকে ক্যাম্পের কবরস্থানে দাফন করা হয়ে। বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ১৮নং ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীরা আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। এ সময় আরও দুইজনকে কুপিয়ে আহত করা হয় বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-এপিবিএনের এসপি শিহাব কায়সার খান।
নিহত মো. আজিমুদ্দিন উখিয়ার বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের ব্লক এল/১৬ হেড মাঝির দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৮ নম্বর ক্যাম্প, ব্লক এল/১৬ এর কমল উদ্দিনের ছেলে।
৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ২০ নম্বর ক্যাম্প থেকে আসা ১৫-২০ জন রোহিঙ্গা দুষ্কৃতকারী ১৮ নম্বর ক্যাম্পের ব্লক বি এর সাব ব্লক এম/৯ এর পাহারাদারের দায়িত্ব পালন করা মাঝিদের ওপর অতর্কিত হামলা করে। আধিপত্য বিস্তারের জন্য এই হামলা বলে জানতে পারি। এতে সৈয়দ করিম (৪০) রহিমুল্লাহ (৩৬) নামের আরো ২ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
৮ এপিবিএন অধিনায়ক (এসপি) শিহাব কায়সার খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের চিহ্নিত করতে পুলিশ মাঠে কাজ করছে। পুলিশি টহল অব্যাহত আছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস