স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট স্ত্রী
বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুসুম্বি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ফিরছিলেন তছির উদ্দিন। তার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন স্ত্রী বেনু বেগম। কুসুম্বী এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেল থেকে পড়ে যান বেনু।
এ সময় রোলারের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। বাড়ি পার্শ্ববর্তী জেলায় হওয়ায় স্বজনরা তাড়াতাড়ি এসে মরদেহ নিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।
এসআর/এএসএম