প্রার্থী বাবার প্রচারণায় ব্যস্ত ‘কুয়াকাটা হুজুর’
পাখা মার্কায় নির্বাচন করছেন ‘কুয়াকাটা হুজুর’ নামে খ্যাত হাফিজুর রহমান সিদ্দিকের বাবা মোসলেম উদ্দিন মুছা মুসুল্লি। পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে কেন্দ্রের বাইরে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন হাফিজুর রহমান সিদ্দিক। তার সঙ্গে আছেন অন্য দুই ভাই হাবিবুর রহমান মেজবাহ ও মাহফুজুর রহমান জাবের।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরে ভোটারদের কাছে পাখা মার্কায় ভোট চাইতে দেখা যায় তিন ভাইকে। ভোটাররা পাখা মার্কায় ভোট দিয়ে তার বাবাকে চেয়ারম্যান বানাবে এমনটাই প্রত্যাশা হাফিজুর রহমান সিদ্দিকের।

তিনি জানান, খুব সুন্দর, কোনো বাধা বিপত্তি ছাড়াই ভোটাররা ভোট দিতে পারছেন। এরকম ভোট হলে আমরা শতভাগ জয়ের ব্যাপারে নিশ্চিত।
লতাচাপলী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাখা মার্কায় নির্বাচন করা মোছালেম উদ্দিন মুছা মুসুল্লির প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা মার্কার আনছার উদ্দীন মোল্লা ও আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম।
কলাপাড়া উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৬ জন ও সাধারণ সদস্য পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি ইউনিয়নের ২২টি ভোটকেন্দ্রে ৩২ হাজার ২২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে ১৬ হাজার ৪৬৭ জন পুরুষ ও ১৫ হাজার ৭৫৮ জন নারী ভোটার রয়েছেন।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/এমএস