ধুনটে শ্রমিকদল নেতাসহ গ্রেফতার ৩
বগুড়ার ধুনটে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরির সময় উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিনসহ (৫০) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বনি আমিন উপজেলার উল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এছাড়া অপর দুজন হলেন- একই গ্রামের মমতাজুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও মাটিকোড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রুবেল মাহমুদ (৩৮)।
বুধবার (১৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মদ্যপ অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, পুলিশের একটি দল শহর এলাকায় রাত্রিকালীন টহল দিচ্ছিল। এসময় রাত সাড়ে তিনটার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বনি আমিন, আব্দুল মান্নান ও রুবেল মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন। অস্বাভাবিক আচরণ করায় তাদের আটক করে পুলিশ। বুধবার সকালে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য সেবন করে মাতলামির করায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমআরআর/এএসএম