ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজন কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২০ জুন ২০২২
ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহতের মামলায় রুপাপাত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়াসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ জুন) বিকেলে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম উজ্জ্বল জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাইকোর্ট থেকে চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়াসহ অন্যরা পাঁচ সপ্তাহের জন্য জামিনে ছিলেন। পরে সোমবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। ফরিদপুর জেলা ও দায়রা জজ আলী আকবর শেখ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই মো. মুরাদ মোল্যা, সানোয়ার মোল্যা ও সাদি নামে আরেক ব্যক্তি।

এসময় একই মামলায় চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত মিলু মোল্যা ও মারুফ মিয়া নামে অপর দুইজনকে জামিন দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল রাতে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের দুই গ্রুপ লোকজনের মধ্যে সংঘর্ষে নান্নু ফকির নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১৫ থেকে ২০ জন। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের বাসিন্দা।

পরে এ ঘটনায় পরে রুপাপাত ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান সোনা মিয়াসহ বেশকয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে নিহতের পরিবার।

এন কে বি নয়ন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।