নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২২ জুন ২০২২

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে বীরবল চৌহান নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

রায়ের সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহমেদ মাসুদ ও অ্যাডভোকেট কমলেশ চৌধুরী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলুয়ারা বেগম।

আদালত সূত্রে জানা গেছে, বীরবলের সঙ্গে স্ত্রী ঝুমার রানী দাসের কলহ বিবাদ চলছিল। এরই জের ধরে ২০১৮ সালের ২৯ নভেম্বর দুপুরে বীরবল তার ঝালমুড়ির দোকানের পেঁয়াজ কাটার ছুরি দিয়ে ঝুমার শরীরে উপুর্যপুরি আঘাত করেন। ঝুমা ঘটনাস্থলেই মারা যান।

এ সময় লোকজন বীরবলকে আটক করে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ঝুমার মা হেনা রানি দাস বাদী হয়ে বীরবলের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দিলে উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

এইচ এম কামাল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।