কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) বিকেলে জেলা শহরের তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোররা হলো মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)।
স্থানীয় তরুণ শাফায়েতুল ইসলাম লিটন জানান, বিকেলে খেলাধুলা শেষে গোসল করতে কাপ্তাই হ্রদে নামে ওই দুই কিশোর। এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোর মুহিতের চাচা আব্দুল করিম লালু বলেন, ‘আমার ভাইয়ের ছেলে এবং তার বন্ধুরা বিকেলে খেলাধুলা করছিল। পরে দুজন পানিতে নামে এবং ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপালে আনা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক তিশা চাকমা বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই কিশোর মারা যায়।
এসআর/এএসএম