টেকনাফে সোয়া কেজি ক্রিস্টাল মেথসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৩ জুন ২০২২
বিজিবির হাতে আটক মাদক কারবারি

কক্সবাজারের টেকনাফে নাফনদী এলাকায় থেকে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) হাবিবুল্লাহ (৩৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে উপজেলার খারাংখালি বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।

হাবিবুল্লাহ উপজেলার হ্নীলা মৌলভী বাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে ভোরে হোয়াইক্যং খারাংখালি সীমান্ত থেকে হাবিবুল্লাহ আটকের পর তল্লাশি চালিয়ে এক কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।