৭ মার্চের পর পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা হবে সবচেয়ে বড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৪ জুন ২০২২
জনসভাস্থল পরিদর্শনে আওয়ামী লীগের নেতারা

পদ্মা সেতু উদ্বোধনের জনসভার স্থান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৪ জুন) মাদারীপুরের শিবচর বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাট এলাকা পরিদর্শনে যান তারা।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, ড. আব্দুস সোবাহান গোলাপ, পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, নাঈম রাজ্জাক, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ও সাহাবুদ্দিন ফরাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, সৌদি আরব বলেছে পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে বিশ্ববাসী বিনিয়োগকারীদের সব চোখ বাংলাদেশের দিকে। পদ্মা সেতুর মাধ্যমে দুইপাড়ের সেতু বন্ধনের সৃষ্টি করেছে। এ সেতু শুধু দুইপাড়ের মধ্যেই নয় সারাদেশের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, এ জনসভা একটি ঐতিহাসিক জনসভা। প্রধানমন্ত্রী আগামী কাল পদ্মা সেতুর উদ্বোধন করবেন। বাঙালি জাতি অপেক্ষা করছে সে মাহেন্দ্রক্ষণের জন্য। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

জনসভার সমন্বয়কারী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, জনসভার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য জনসভা মঞ্চের দুই পাশে দুটি বসার স্থান নির্ধারিত করেছি। জনসভা স্থলে তিনটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়। জনসাধারণের স্যানিটেশন ও পানীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ৭ মার্চের জনসভার পর পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভা হবে সবচেয়ে বড় জনসভা।

এ কে এম নাসিরুল হক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।