পদ্মার পাড়ে সিলেটের বানভাসিদের জন্য অর্থ সংগ্রহ
পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভায় আগতদের কাছ থেকে সিলেটের বন্যাদুর্গতদের জন্য অর্থ তুলতে দেখা যায় কুষ্টিয়ার সাত বন্ধুকে।
শনিবার (২৫ জুন) মাদারীপুরের শিবচর মুন্সিবাজার এলাকায় যানজটে আটকেপড়া মানুষদের কাছ থেকে সাহায্য তুলছেন তারা।

মো. আকাশ ও মো. আবির জাগো নিউজকে জানান, সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যে কুষ্টিয়া থেকে এখানে আসি। পদ্মা সেতুর উদ্বোধনে অনেক মানুষ উপস্থিত হবে এ আশায় এখানে আসি আমরা। অনুষ্ঠানে আগত হাজার হাজার মানুষ যে যার মতো সাহায্য করছেন। এক-দুই টাকা থেকে শুরু হয়ে পঞ্চাশ-একশো টাকাও দিচ্ছেন কেউ কেউ।
তারা আরও জানান, সাহায্যর পুরো টাকা সিলেট বানভাসি মানুষের কাছে পৌঁছে দিবো। পদ্মা সেতুও দেখা হলো আবার সিলেটের বানভাসিদের জন্য সাহায্যও তোলা হলো।
আরএইচ/জিকেএস