আম সংকটে বন্ধ ম্যাংগো স্পেশাল ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৫ জুন ২০২২

আম সংকটে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন বন্ধ করা হয়েছে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছ্নে।

jagonews24

তিনি জানান, এ বছর চাঁপাইনবাবগঞ্জের আমের ফলন অনেক কম হয়েছে। তাই পরিবহনের জন্য পর্যাপ্ত পরিমাণ আম পাওয়া যাচ্ছিল না। এজন্য শুক্রবার (২৪) দুপুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয় ম্যাংগো স্পেশাল ট্রেনে আর আম পরিবহন করা হবে না।

এরআগে বৃহস্পতিবার (২৩ জুন) সর্বশেষ এই স্টেশন থেকে ৩ হাজার ১৮৫ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে যায় ম্যাংগো স্পেশাল ট্রেন।

jagonews24

গত দুই বছর থেকেই ১ টাকা ৩০ পয়সা কেজি দরে ঢাকায় আম পৌঁছে দিচ্ছে ট্রেনটি। সেই ধারাবাহিকতায় এবারও গত ১৩ জুন রহনপুর রেলস্টেশনে আম নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ম্যাংগো স্পেশাল ট্রেন।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।