বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৫ জুন ২০২২
চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বন্যার প্রাদুর্ভাব চলে গেলেই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বন্যা প্রাদুর্ভাব চলে গেলেই কোনো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ নিয়ে বাধা থাকবে না। তখন শিক্ষার্থীরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে, তখনই পরীক্ষা নেওয়া হবে।’

ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন প্রকার দেশীয় ফলের সঙ্গে পরিচিত করতে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে ফল উৎসবের আয়োজন করা হয়।

jagonews24

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কথা চিন্তা করে চাঁদপুর প্রেস ক্লাবের এমন উদ্যোগকে আমি স্বাগতম জানাই। দেশীয় এমন অনেক ফল রয়েছে যা আমরা চিনলেও আমাদের সন্তানদের চিনতে কষ্ট হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে প্রেস ক্লাবের এ ফল উৎসব প্রশংসার দাবি রাখে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অশিত বরণ দাশ।

নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।