৭০ লঞ্চে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে পদ্মা সেতুর জনসভায় নিক্সন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৬ জুন ২০২২

৭০টি লঞ্চে ২৫ হাজার নেতাকর্মী নিয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী জনসভায় যোগ দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।

শনিবার (২৫ জুন) সকালে ফরিদপুর-৪ আসনের ২৫ হাজার নেতাকর্মীর লঞ্চ বহর নিয়ে তিনি মাদারীপুরের কাঁঠালবাড়ীয়ায় জনসভার উদ্দেশে রওনা হন।

Nixon-2

ফরিদপুরের ভাঙ্গার পূর্বসদরদী এলাকার বাসিন্দা, সমাজসেবক মো. জাহিদ শিকদার ও কাপুড়িয়া সদরদী গ্রামের মো. ইসমাইল মুন্সি জাগো নিউজকে জানান, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। দিনটি স্মরণীয় করে রাখতেই আমাদের নেতার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

Nixon-2

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব জাগো নিউজকে বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরী নেতাকর্মীদের জন্য ৭০টি লঞ্চ ভাড়া করে দেন। পরে এগুলোতে প্রায় ২৫ হাজার নেতাকর্মী প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিয়েছেন।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।