ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৬ জুন ২০২২
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এসময় ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। এতে বন্ধ ছিল ওই সড়কে সব ধরনের যান চলাচল। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) এসএম শাহিন হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু শিক্ষার্থীদের দাবি জেলা প্রশাসক না এলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সজিবুল হাসান সজিব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ডিভিএম ডিগ্রির দাবি করছি।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) এসএম শাহিন হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ছাত্রদের দাবি ডিসি স্যার ঘটনাস্থলে এসে তাদের দাবি বাস্তবায়ন করলেই আন্দোলন প্রত্যাহার করা হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।