পুতুলকে নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ জুন ২০২২
রুমন সরকার রনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে রুমন সরকার রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এর আগে সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমন সরকার উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার রাত ৯টা ২৫মিনিটে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করে রুমন সরকার রনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।