২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৮ জুন ২০২২

প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুন) দুপুরে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার সময় কলাতলী এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার করিম উল্লাহ (৩২) টেকনাফের গোদার বিল এলাকার মৃত অলি উল্লাহের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, প্রাইভেটকারটি মাঝেমধ্যে মাদক পরিবহনের আড়ালে টেকনাফ-কক্সবাজার রোডে (অনিয়মিত) যাত্রী বহন করে থাকে।

ওসি আরও জানান, গোপন তথ্যে খবর পেয়ে কক্সবাজারের কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে ওই প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। এসময় প্রাইভেটকারের চালক করিম উল্লাহকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে চালক ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। পরে গাড়িটি কলাতলি সেভেন স্টার ওয়ার্কশপে এনে বিভিন্ন অংশ খুলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ইঞ্জিনের নিচে এসি মেশিনের পাশে বিশেষ কায়দায় লুকানো ১০টি কালো প্যাকেটে ২০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করে করিম উল্লাহকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।