বাসের ধাক্কায় পদ্মা সেতুর বুথের ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৮ জুন ২০২২
পদ্মা সেতুর টোলপ্লাজা, ফাইল ছবি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাসের ধাক্কায় টোলপ্লাজার বুথের ব্যারিয়ার সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জাজিরা প্রান্তের টোলপ্লাজা সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস নিয়ে আসেন চালক মো. রানা। টোল দেওয়ার পর রসিদ না নিয়েই বাসটি দ্রুতগতিতে টান দেন চালক। তখন ৩ নম্বর বুথের ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে। এতে ওই ব্যারিয়ারের নলবেড়ি বাঁকা হয়ে যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ আটকে রাখেন। পরে চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেওয়া হয়।

জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন জাগো নিউজকে বলেন, টোল প্লাজার ৩ নম্বর বুথে টাকা পরিশোধ করার পর রসিদ প্রিন্ট না হতেই শরীয়তপুর পরিবহন নামের একটি বাসের চালক গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে যান। তখনই বুথের ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগে। এতে নলবেড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় কী হয়েছে এখনো বলতে পারছি না। জানলে বলতে পারবো।’

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ না পাওয়ায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।

মো. ছগির হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।