টেকনাফে ডিজিটাল নিরাপত্তা আইনে ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ৩০ জুন ২০২২
এনামুল হক মেম্বার

কক্সবাজারের টেকনাফে ডিজিটাল নিরাপত্তা আইনে এনামুল হক মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এনামুল হকের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদকের মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে ইয়াবা ব্যবসায়ী হিসেবে আত্মসমর্পণকারীদের একজন।

র‍্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হবে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।