সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৩০ জুন ২০২২
অস্ত্র-গুলিসহ গ্রেফতার বায়েজিদ

সিরাজগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ বায়েজিদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ সিরাজগঞ্জের একডালা মহল্লার আজিম উদ্দিনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে বায়েজিদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, পিস্তল ও গুলিসহ আটকের ঘটনায় রাতেই বায়েজিদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।