খোয়াই নদীতে গোসলে নেমে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০১ জুলাই ২০২২
প্রতীকী ছবি

হবিগঞ্জে খোয়াই নদীতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় পৌর শহরের যশেরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন- হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের খেলু মিয়ার ছেলে নাঈম (১৬) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাগর (২০)।

এলাকাবাসী জানান, ফুটবল খেলা চলাকালে সন্ধ্যায় শহরের যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে গোসলে নামেন ওই দুজন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা ফিরে না আসায় অন্যদের সন্দেহ হয়। নদীতে খুঁজতে গেলে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দুজনকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর সাগরও মারা যান

সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, নাঈমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।