নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৪ জুলাই ২০২২
আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় দুজন আহত হয়েছেন।

সোমবার (৪ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে গরু ব্যবসায়ী মো. মিলন (৪৮) ও কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আহম্মেদর স্ত্রী পেয়ারা বেগম (৫৫)।

আহতরা হলেন- চরএলাহী ইউনিয়নের সুজা মিয়ার ছেলে আলী আহম্মদ (৬৬) ও চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হকের ছেলে খোকন (৩০)। তাদের কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

চরফকিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জায়দল হক কচি জাগো নিউজকে বলেন, ‘হতাহতরা চাপরাশিহাট বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় সোনাপুর-জোরারগঞ্জ সড়ক পার হচ্ছিল। এ সময় বিজয়নগর চৌরাস্তায় চট্টগ্রাম থেকে আসা দ্রুতগতির মালবাহী পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মো. মিলন মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে পেয়ারা বেগম মারা যায়।’

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মো. মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য জনের মরদেহ হাসপাতালে রয়েছে। ঘাতক পিকআপ চালকসহ আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।