ভাসানচর থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গা আটক
ভাসানচর থেকে পালিয়ে আসা পাঁচ রোহিঙ্গাকে নোয়াখালীর সুবর্ণচর থেকে আটক করেছেন স্থানীয়রা।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার থেকে তাদের আটক করে চরজব্বার থানায় সোপর্দ করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ইউসুফের ছেলে নাছির উল্ল্যাহ (২০), ৭৪ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে রাজা মিয়া (১৮), সালেহ আহম্মদের ছেলে জন্নাত উল্ল্যাহ (২০), ৭১ নম্বর ক্লাস্টারের জাকির আহাম্মদের ছেলে মনিরুজ্জামান (৩৫) ও নূর মোহাম্মদের মেয়ে লোবেদা আক্তার (২২)।
স্থানীয়রা জানান, দুপুরে আলাউদ্দিন বাজার এলাকায় এক নারীসহ পাঁচজন সন্দেহজনক ঘোরাঘুরির সময় স্থানীয়রা আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে দালালের মাধ্যমে নৌকাযোগে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জাগো নিউজকে বলেন, ভাসানচর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম