বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য ঘেরের ২ কর্মচারীর মৃত্যু
সাতক্ষীরার আশাশুনিতে ভিজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য ঘেরের দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরে এ ঘটনা ঘটে।
দুই কর্মচারী হলেন- একই উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে শামীম বয়স (৩৫ ) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লাগলে ঘেরের কর্মচারী শামীম হোসেন স্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গায়ে হাত দিলে আরেক কর্মচারী আলম গাজীও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দুটি উদ্ধার করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
আহসান রাজীব/এসজে/এমএস