ভোমরা বন্দর দিয়ে দুদিনে এলো ৭০ ট্রাক ভারতীয় পেঁয়াজ
আড়াইমাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুইদিনে এ বন্দর দিয়ে দেশে ঢুকেছে ৭০ ট্রাক পেঁয়াজ। এসব ট্রাকে এক হাজার ৬৮৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।
সোমবার (৪ জুলাই) থেকে মঙ্গলবার (৫ জুলাই) রাত ৯টা পর্যন্ত ভারত থেকে এসব পেঁয়াজ এসেছে। এছাড়া ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আরও ৫০টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
ভোমরা বন্দরের পেঁয়াজ আমদানিকারক আমির হামজা জাগো নিউজকে বলেন, ‘প্রায় আড়াই মাস পর পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের বাজারে এসব পেঁয়াজ পৌঁছে গেছে। দামও কমতে শুরু করেছে। দু-একদিনের মধ্যে দাম আরও কমে যাবে।’
ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জাগো নিউজকে বলেন, ‘মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত স্থলবন্দরের হিসাব অনুযায়ী ৬৬ ট্রাক (১৫৮৭ মেট্রিক টন) ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। এরআগে সোমবার আমদানি হয় আরও চার ট্রাক (৯৬ মেট্রিক টন)। সবমিলিয়ে দুদিনে এসেছে ১৬৮৩ মেট্রিকটন।’
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জাগো নিউজকে জানান, সোমবার (৪ জুলাই) থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। ৭০টি ট্রাক পেঁয়াজ নিয়ে দেশে ঢুকেছে। আরও বেশ কয়েকটি ট্রাক ওপারের বন্দরে অপেক্ষায় রয়েছে। যেকোনো সময় ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকবে এসব পেঁয়াজ।
আহসানুর রহমান রাজীব/এএএইচ