পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৬ জুলাই ২০২২

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও করায় গ্রেফতার বায়েজিদ তালহার (৩০) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৬ জুলাই) সাতদিনের রিমান্ড শেষে আদালতে জামিন আবেদন করলে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ২৬ জুন পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেলিংয়ের একটি নাট খোলেন বায়েজিদ তালহা। সেটি ভিডিও ধারণ করে টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। ওই দিনই সিআইডি পুলিশ তাকে ঢাকার পল্টন এলাকা থেকে আটক করে।

আটকের পর সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ২৬ জুন রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। নাট খোলার ঘটনায় বায়েজিদকে সহযোগিতা করায় মামলায় আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক তরুণকে। ঘটনার পর থেকে কায়সার পলাতক।

গ্রেফতারের পরদিন বায়েজিদকে আদালতে নিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করে সিআইডি। আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হলে আজ (বুধবার) বায়েজিদকে আদালতে হাজির করা হয়।

আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেতুর রেলিংয়ের নাট খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।