দাদির সঙ্গে স্কুলে গিয়ে ফেরার পথে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৬ জুলাই ২০২২
সড়ক দুর্ঘটনায় নিহত সমৃদ্ধি

দাদির সঙ্গে স্কুলে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমৃদ্ধি (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে জামালপুর শহরের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সমৃদ্ধি শহরের বসাকপাড়া এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী সৌমিক কান্তি ধরের মেয়ে। সে ডলফিন বে কিন্ডার কেয়ার স্কুলের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, বুধবার দুপুরে সমৃদ্ধি দাদির সঙ্গে স্কুলে যায়। ফেরার পথে স্কুলের সামনের সড়কে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত সমৃদ্ধিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন সে মারা যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।