জামালপুর থেকে ৮০০ গরু নিয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৭ জুলাই ২০২২

জামালপুর থেকে দুটি ট্রেনে ৮০০ গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছেছে। বুধবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় ইসলামপুর রেলওয়ে স্টেশন ট্রেন দুটি ছেড়ে যায়। পরে বৃহস্পতিবার ভোর পাঁচটা ও সকাল পৌনে ১০টার দিকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ট্রেনটি ঢাকায় পৌঁছায়।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ইসলামপুর থেকে বুধবার সন্ধ্যা সাতটায় প্রথম স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। সেখানে ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু ছিল। এরপর রাত ১০টায় ইসলামপুর থেকে ছেড়ে যায় আরও একটি ট্রেন। যেখানে ১৮টি ওয়াগনে ১৬টি করে মোট ২৮৮টি গরু ছিল। পরে মেলান্দহ স্টেশন থেকে আরও সাতটি ওয়াগনে ১৬টি করে ১১২ গরু নিয়ে ট্রেন ঢাকায় পৌঁছায়।

গতবছর চাহিদা বেশি থাকায় তিনদিন এ সার্ভিস চালু ছিল। কিন্তু এবছর কেবল একদিন দুটি ট্রেন ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

জামালপুর থেকে ৮০০ গরু নিয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায়

ব্যবসায়ী আশরাফ আলী, গফুর মিয়া, সুমন মিয়া, মুন্নাফসহ আরও অনেকে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর এ সেবা আবার চালু করা হয়েছে। এতে আমরা অনেক খুশি। আগে এক ট্রাক গরু ঢাকা নিয়ে গেলে খরচ পড়ত ১৮ থেকে ২০ হাজার। এখন আট হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে আরামে নিয়ে যাওয়া যায়।

তারা আরও বলেন, রাস্তাঘাট দিয়ে গরু নিয়ে গেলে অনেক জায়গায় চাঁদা দিতে হতো। রাস্তার ঝাঁকুনিতে গরুর অবস্থাও কাহিল হয়ে যেত। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা নেই।

জামালপুর থেকে ৮০০ গরু নিয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায়

এদিকে, অবিক্রিত পশু ফিরিয়ে আনার জন্য ঢাকা থেকেও ফিরতি স্পেশাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, যখন গরু নিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় যান তখন সব গরুর বিক্রি হয় না। এই গরুগুলো ফেরত আনতে আবারও ট্রাক ভাড়া করতে হয়। এতে কষ্ট ও খরচ দুই থেকে যায়।

গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মনে করেন একটা ওয়াগনে ১৬টি গরু নিয়ে ঢাকা গেলাম। কিন্তু ১০টি বিক্রি হলো আর ছয়টি অবিক্রিত থেকে গেলো। তাহলে এ অবিক্রিত পশুর জন্য আবারও ট্রাক কিংবা অন্য কোনো বাহন ভাড়া করতে হবে।

জামালপুর থেকে ৮০০ গরু নিয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায়

শুকুর আলী নামে এক গরু ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, গত বছর অনেক ব্যবসায়ীকেই ট্রাকে করে তাদের অবিক্রিত গরু ফেরত আনতে হয়েছে। তাই এ বছর বিষয়টি নিয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জাগো নিউজকে বলেন, ট্রেনটি দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে। বর্তমানে এ ট্রেনে ভালো সাড়া পাওয়া গেছে। ঢাকা থেকে ফিরতি ট্রেন চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

জামালপুর থেকে ৮০০ গরু নিয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ ঢাকায়

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা সাতটা ও রাত ১০টায় দুটি ট্রেন ইসলামপুর স্টেশন থেকে ছেড়ে বৃহস্পতিবার ভোর ও সকালে ঢাকা পৌঁছায়।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।