সাবেক ইউপি মেম্বারের বাড়িতে মিললো চুরি যাওয়া রড-সিমেন্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৭ জুলাই ২০২২

টাঙ্গাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুরি যাওয়া বিপুল পরিমাণ রড-সিমেন্ট ওমর ফারুক নামের সাবেক এক ইউপি মেম্বারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাক্ষণকুশিয়া এলাকা থেকে এসব রড-সিমেন্ট উদ্ধার করা হয়।

ওমর ফারুক ১ নম্বর ওয়ার্ড ব্রাক্ষণকুশিয়া এলাকার সাবেক ইউপি মেম্বার ও গালা ইউনিয়ন বিএনপির সভাপতি।

সাবেক ইউপি মেম্বারের বাড়িতে মিললো চুরি যাওয়া রড-সিমেন্ট

ওমর ফারুক গালা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার রকিবুর রহমান খান তন্ময় বলেন, ‘ব্রিজের কাজে আনা ঠিকাদারি প্রতিষ্ঠানের চুরি যাওয়া বেশকিছু রড ও সিমেন্ট সাবেক মেম্বার ওমর ফারুকের বাড়িতে পাওয়া গেছে। বিষয়টি দুঃখজনক। তিনি একজন ইউপি মেম্বার হয়ে যে চুরি করবেন এটা জানা ছিল না।’

সাবেক ইউপি মেম্বারের বাড়িতে মিললো চুরি যাওয়া রড-সিমেন্ট

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মাজেদুর রহমান বলেন, ‘ঘারিন্দা-ব্রাক্ষণকুশিয়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধনে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। প্রায় একমাস আগে নির্মাণকাজের জন্য আনা প্রায় ৪ টন রড ও বেশকিছু সিমেন্টের বস্তা চুরি হয়। একটি মাধ্যমে জানতে পারি, চুরি যাওয়া রড ও সিমেন্ট সাবেক ইউপি মেম্বার ওমর ফারুকের বাড়িতে রয়েছে। পরে সেখানে বর্তমান ইউপি মেম্বারকে সঙ্গে নিয়ে তার ঘরসহ ঘরের আশপাশ থেকে এসব রড ও সিমেন্ট উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা তার বাড়িতে যাওয়ার আগেই মেম্বার পালিয়ে যান। চুরি যাওয়া রড ও সিমেন্টের দাম আনুমানিক আড়াই থেকে তিন লাখ টাকা হবে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক ইউপি মেম্বারের বাড়িতে মিললো চুরি যাওয়া রড-সিমেন্ট

মেম্বারের বাড়িতে চুরির মালামাল পাওয়ার খবরে স্থানীয় লোকজন গিয়ে ভিড় জমান। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযুক্ত ওমর ফারুকের স্ত্রী শেফালী বেগম বলেন, ‘আমি কিছুই জানি না। আপনারা আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করুন।’

সাবেক ইউপি মেম্বারের বাড়িতে মিললো চুরি যাওয়া রড-সিমেন্ট

তবে অভিযুক্ত ওমর ফারুকের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, সাবেক মেম্বারের এমন চুরি করা ঠিক হয়নি। তিনি আমাদের সম্মান ক্ষুণ্ন করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।