চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৮ জুলাই ২০২২

আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটে বেড়েছে ঘরমুখো যাত্রীর চাপ। চাপ বেশি থাকায় সকাল থেকেই লঞ্চগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে আসতে দেখা গেছে। যাত্রীদের দাবি, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভোগান্তি নিয়েই ফিরতে হচ্ছে তাদের।

সরেজমিনে শুক্রবার (৮ জুলাই) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা থেকে আসা যাত্রীদের উপচেপড়া ভিড়। এতে লঞ্চঘাট এলাকা ও আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। দেখা যায়, শুধু আসন নয় বারান্দা এবং ছাদেও যাত্রীরা দাঁড়িয়ে আছেন। তবে ভোগান্তি কাটিয়ে চাঁদপুরে আসতে পেরে তাদের চোখেমুখে আনন্দের ছাপ।

ঢাকা থেকে আসা কয়েকজন যাত্রী বলেন, ঈদে ঘরে ফিরতে সবসময় একটু ভোগান্তি পোহাতে হয়। তারপরও বাড়ি আসাটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লঞ্চে একই জায়গায় দাঁড়িয়ে আসতে হয়েছে। তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি বলেও জানান তারা।

jagonews24

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. শাহ আলম জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ কিছুটা বেশি। তবে যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে আছে বিআইডব্লিউটিএ। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাটে তদারকি করছে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, কোস্টগার্ড, প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর।

তিনি বলেন, বেশিরভাগ যাত্রী অতিরিক্ত গরমের কারণে নির্ধারিত আসন গ্রহণ করেন না। তারা বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে থাকেন। এতে যাত্রী অনেক বেশি দেখা যায়। তবে ঢাকামুখী যাত্রীর কোনো চাপ নেই বলে জানান তিনি

jagonews24

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও তারা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন সে বিষয়ে তদারকি করা হচ্ছে।

লঞ্চ চলাচল আরামদায়ক হওয়ায় চাঁদপুর লঞ্চঘাট হয়ে চাঁদপুরের আশপাশের বেশ কয়েকটি জেলার মানুষ এই রূটে চলাচল করছেন। প্রায় অর্ধশতাধিক লঞ্চের মাধ্যমে যাত্রীরা ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলাসহ বেশ কয়েকটি রুটে যাতায়াত করেন।

নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।