কটিয়াদীতে ভিজিএফের ৪৭ বস্তা চালসহ দুজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৮ জুলাই ২০২২

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪৭ বস্তা ভিজিএফের চালসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ জুলাই) ভোরে উপজেলার পশ্চিম চাতল ডাঙ্গির ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুর রহমান ও মো. সজিব। তারা ট্রাক্টর চালক ও হেলপার।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। পরে চান্দপুর ইউনিয়নে আসা ভিজিএফের চাল পাচার করার সময় তাদের আটক করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, এ ঘটনায় অভিযুক্তদের নামে মামলা প্রক্রিয়াধীন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ৪৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকায় দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল জানান, চাল পাচারের সঙ্গে কারা জড়িত সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নূর মোহাম্মদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।