বাহাদুরাবাদ-বালাসী রুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৯ জুলাই ২০২২

আর একদিন পর উদযাপিত হবে ঈদুল আজহা। তাই নাড়ির টানে বাড়ি ছুটছেন লাখো মানুষ। ঈদ উপলক্ষে বাহাদুরাবাদ-বালাসী নৌ রুটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সব বাঁধা পেরিয়ে ঈদের আনন্দকে ভাগ করে নিতে প্রিয়জনের কাছে ফিরছেন তারা।

শুক্রবার (৮ জুলাই) রাত পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ-বালাসী নৌ-রুটে এ দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, ভোরের আলো ফুটতেই সারি সারি মানুষ আসছে— নৌকা ও লঞ্চে করে গন্তব্যে ফিরতে ব্যস্ত সময় পার করছে মানুষ।

স্থানীয় ও নৌ কর্তৃপক্ষ সূত্র জানায়, বাহাদুরাবাদ ও বালাসী নৌ-রুটের বর্ষায় দূরত্ব প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার। শুকনো মৌসুমে যা আরও বেড়ে যায়। এ রুটে দুটি লঞ্চ ছাড়াও বেশকিছু নৌকা ঘাটে থাকে। পারাপারে প্রত্যেক যাত্রীর কাছ থেকে ২০০ টাকা ভাড়া নেওয়া হয়ে থাকে। পারাপার হতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা।

সারাবছর গড়ে এ রুটে প্রতিদিন এক থেকে দেড় হাজার মানুষ পারাপার হয়ে থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ পারাপার হচ্ছে। এ রুট দিয়ে গাইবান্ধা, বগুড়া, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের কয়েক লাখ মানুষ পারাপার হয়ে থাকে।

যাত্রীরা জানান, এ রুটে কম সময় এবং কম খরচে গন্তব্যে পৌঁছাতে পারেন। একই সঙ্গে ঢাকা থেকে রওনা দিয়ে অনেকে টাঙ্গাইল পার হতে না পারলেও তারা আর কয়েক ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবেন। তাই নদীপথে একটুখানি ঝুঁকিপূর্ণ হলেও এ সহজ মনে করছেন।

কথা হয় বগুড়াগামী সাজেদুর রহমানের সঙ্গে। তিনি ঢাকা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। এ রুটে তিনি প্রথম এসেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে তিনি সকালে রওনা দিয়েছিলেন। ঝামেলামুক্তভাবে এ ঘাটে এসে পৌঁছাতে পেরেছেন। আর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বাড়িতে পৌঁছাতে পারবেন।

রাকিবুল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, চাকরি সুবাদে তিনি ঢাকায় থাকেন। তিনি তার গন্তব্যে যাওয়ার জন্য সকালে রওনা হয়েছিলেন, কিছু জ্যাম ছাড়া তিনি নির্বিঘ্নে এখানে এসে পৌঁছেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, যাত্রীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বাহাদুরাবাদ-বালাসী নৌ-রুটে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।