লক্ষ্মীপুরে দুই অটোরিকশার সংঘর্ষে হাত হারালেন মোবাশ্বেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৪ এএম, ০৯ জুলাই ২০২২

 

লক্ষ্মীপুরের দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে মোবাশ্বেরা বেগম (৩৫) নামে এক নারীর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ-মৌলভীরহাট সড়কের স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আহতরা সদর হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে তাদের বাড়ি কমলনগর উপজেলার চরপাগলা গ্রামে। মোবাশ্বেরা ওই এলাকার আবদুর জাহেরের স্ত্রী। সন্ধ্যায় তাকে ঢাকায় পাঠানো হয়।

অন্য আহতরা হলেন, মোবাশ্বেরার মা সকিনা, বাবা জয়নাল, বোন রুনা, মেয়ে মৌসুমি ও শিশুপুত্র শামীম।

হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমি জাগো নিউজকে জানান, মামাতো ভাই রাকিবের সিএনজিচালিত অটোরিকশায় করে তারা ছয়জন সদর হাসপাতাল থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের বহন করা অটোরিকশাটি উল্টে গিয়ে নিচে চাপা পড়েন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তার মায়ের বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

মৌসুমি আরও জানান, এক প্রসূতিকে দেখার জন্য তারা সদর হাসপাতালে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। এতে তার মায়ের বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় হাসপাতালে ছয়জনকে আনা হয়েছে। এরমধ্যে একজনের হাত বিচ্ছিন্ন ছিল। হাতটি বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে রোগীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।